দীর্ঘ ১৭ বছর ছুঁয়ে দেখা হয়নি শিরোপা। টটেনহাম হটস্পার যেন ট্রফি জয়ের আনন্দটা ভুলতেই বসেছিল। অবশেষে কাটল সেই শিরোপা খরা। ইউরোপা লিগের ফাইনালে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো ইউরোপা লিগ জয়ের স্বাদ পেল টটেনহাম।
ঘরোয়া লিগে এবার দুই ফাইনালিস্টেরই যাচ্ছেতাই অবস্থা। এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেড আছে ১৬তম অবস্থানে, টটেনহাম আছে ১৭তম স্থানে। তলানিতে থাকা দুই দল অবশ্য ইউরোপে দুর্দান্ত ফুটবল খেলে পৌঁছে গিয়েছিল ফাইনালে। এই ফাইনালে জিতলে শুধু শিরোপা নয়, নিশ্চিত হতো পরের মৌসুমে সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলাও।
বিলবাওয়ের মাঠে আক্রমণ পালটা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে অনেক সুযোগ পেলেও গোল পাচ্ছিলেন না কেউই। অবশেষে হাফ টাইমের ঠিক আগে দলকে এগিয়ে দেন ব্রেনান জনসন। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় টটেনহাম।
বিরতির পর ম্যাচে ফেরার অনেক চেষ্টা করেছে ইউনাইটেড। ৬৮ মিনিটে গোললাইন থেকে বল ফিরিয়ে দিয়ে ইউনাইটেডকে হতাশ করেন ভ্যান ডে ভেন। ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টির জোরালো আবেদন করেও সারা পায়নি ইউনাইটেড।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই শিরোপা উল্লাসে মাতে টটেনহাম। ১৯৭২ ও ১৯৮৪ সালের পর আবারও ইউরোপা লিগ জিতল টটেনহাম। টুর্নামেন্টের ইতিহাসে এটাই দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড। ৭ শিরোপা জিতে সবার উপরে আছে স্প্যানিশ ক্লাব সেভিয়া।