সিরিজ শুরুর আগে এমন ফলাফলের কথা বললে বাংলাদেশ সমর্থকরা নিশ্চয়ই হেসেই উড়িয়ে দিতেন! তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অনেকটা অবিশ্বাস্যভাবেই সিরিজ হেরে গেল বাংলাদেশ দল। শাহজাহতে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ঐতিহাসিক এক সিরিজ জিতেছে আরব আমিরাত। সিরিজ হারের পর বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলছেন, ভালো ফলাফল আনতে তাদের আরও শিখতে হবে।
শুরুতে এটি ছিল ২ ম্যাচের সিরিজ। পাকিস্তান সফর পিছিয়ে যাওয়ায় বাড়তি একটি ম্যাচ খেলার প্রস্তাব দেয় বিসিবি। আরব আমিরাতও সেই প্রস্তাব লুফে নেয়। প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা।
তৃতীয় ম্যাচে বাংলাদেশের বাজে ব্যাটিংয়ের সুযোগ নিয়ে ৭ উইকেটের দুর্দান্ত এক জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নেয় আরব আমিরাত। অপ্রত্যাশিত এক সিরিজ হারের পর লিটন বলছেন, পরাজয় জীবনের অংশ, ‘অবশ্য এমন ফলাফল প্রত্যাশিত নয়। আমরা এখানে জিততেই এসেছিলাম। তবুও পরাজয় জীবনের অংশ। ক্রিকেটে কখনো কখনো প্রতিপক্ষ ভালো খেলে। তাদের কৃতিত্ব দিতেই হবে।’
লিটন বলছেন, ভালো ফলাফল আনতে আরও শিখতে হবে তাদের, ‘ইমন, তামিম, জাকের ভালো ব্যাটিং করেছে। বোলিংয়েও ২-১ জন ভালো করেছে। তবে আমাদের আরও শিখতে হবে। ম্যাচে সেটার প্রয়োগও করতে হবে।’
দ্বিতীয় ম্যাচে হারের পর মাঠের শিশিরকে দোষ দিয়েছিলেন লিটন। এবারও শিশিরের দিকে অভিযোগ তার, ‘আমরা ব্যাটিংয়ে ভুল করেছি। কন্ডিশন ও উইকেট অনুযায়ী আমরা পারফর্ম করতে পারিনি। তিন ম্যাচেই আমরা পরে বোলিং করেছি। ম্যাচের ফলাফল নির্ধারণে অবশ্যই শিশির মূল ব্যাপার ছিল।’