Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুমানে আরও অবনতি, দূষণে শীর্ষ চারে ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ০৯:১৬ | আপডেট: ২২ মে ২০২৫ ১২:৪৩

ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকার বাতাসের মান আবারও খারাপের দিকে যাচ্ছে। বৃহস্পতিবার (২২ মে) দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। এদিন সকাল ৮টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (AQI) ঢাকার স্কোর ছিল ১৪৬, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এই সূচকে রাজধানী শহরটি বিশ্বের চতুর্থ দূষিত শহর।

এর আগের দিন, বুধবার (২১ মে) সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার AQI ছিল ১৩৬ এবং তখন শহরটি ছিল সপ্তম স্থানে। এই মাত্র একদিনেই বায়ুমানের এমন অবনতি উদ্বেগজনক।

আজকের তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (AQI ১৮২)। পরের অবস্থানগুলোতে আছে—কঙ্গোর কিনশাসা (১৫৪), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৩) এবং চীনের চেংদু (১৩৯)।

বিজ্ঞাপন

এই ক্রমবর্ধমান দূষণ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে ভোগা মানুষদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় নাগরিক সচেতনতা ও সরকারের দৃঢ় নীতি প্রয়োজন। এখনই সময় বায়ুদূষণ রোধে বাস্তব পদক্ষেপ নেওয়ার।

সারাবাংলা/এফএন/ইআ

ঢাকার বায়ুমান বায়ুদূষণ

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর