Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ১ জুনের টিকিট

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ০৯:৫১ | আপডেট: ২২ মে ২০২৫ ১২:৪৩

ফাইল ছবি

ঢাকা: ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২২ মে) বিক্রি হচ্ছে ১ জুন ভ্রমণের টিকিট। সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। বুধবার (২১ মে) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনে ১ জুন ভ্রমণের টিকিট বিক্রি শুরু হচ্ছে ২২ মে, ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে, ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে, ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে। এবার আন্তঃনগর ট্রেনগুলোর জন্য আসন নির্ধারিত রয়েছে ৩৩ হাজার ৩১৫টি।

বিজ্ঞাপন

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে সাত দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিট প্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।

এদিকে ৩০ মে থেকে শুরু হবে ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি। এদিন ক্রয় করা টিকিট দিয়ে ৯ জুন ভ্রমণ করা যাবে। ৩১ মে কেনা টিকিট দিয়ে ১০ জুন ভ্রমণ করতে পারবে, ১ জুন বিক্রি হবে ১১ জুন ভ্রমণের টিকিট, ২ জুন বিক্রি হবে ১২ জুন ভ্রমণের টিকিট, ৩ জুন বিক্রি হবে ১৩ জুন ভ্রমণের টিকিট ৪ জুন বিক্রি হবে ১৪ জুন ভ্রমণের টিকিট আর ১৫ জুন ভ্রমণের টিকিট বিক্রি হবে ৫ জুন।

সারাবাংলা/জেআর/ইআ

ঈদযাত্রা টিকিট বিক্রি শুরু ট্রেনের টিকিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর