Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল ২০২৫
গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল মোস্তাফিজের দিল্লি

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৫ ১০:৫১

মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচটা ছিল কার্যত কোয়ার্টার ফাইনাল। প্লে-অফে যেতে হলে দিল্লি ক্যাপিটালসকে এই ম্যাচ জিততে হতো বড় ব্যবধানে। তবে মোস্তাফিজুর রহমানের দল সেটা করে দেখাতে পারেনি। মুম্বাইয়ের কাছে ৫৯ রানে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল দিল্লি।

মাত্র তিন ম্যাচের জন্য ছাড়পত্র পেয়ে আইপিএল খেলতে গিয়েছিলেন মোস্তাফিজ। নিজের প্রথম ম্যাচে ভালো বোলিং করেছিলেন, দলও পেয়েছিল জয়। মুম্বাইয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও একাদশে ছিলেন মোস্তাফিজ।

বিজ্ঞাপন

মুম্বাইয়ের বিপক্ষে তৃতীয় ওভারেই বোলিংয়ে আনা হয় মোস্তাফিজকে। নিজের দ্বিতীয় বলেই উইকেট পান মোস্তাফিজ। ৫ রান করা রোহিত শর্মাকে ফেরান তিনি। অভিষেকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন রোহিত। এই ওভারে ৩ রান দিয়েছেন মোস্তাফিজ।

৫ম ওভারে বেশ খরুচে ছিলেন মোস্তাফিজ, দিয়েছেন ১২ রান। ১৪তম ওভারে বোলিংয়ে ফিরে দিয়েছেন ৯ রান। ১৮তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে দিয়েছেন ৬ রান। ৪ ওভার বোলিং করে ৩০ রানে একটি উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ৫ উইকেটে ১৮০ রান তোলে মুম্বাই।

মুম্বাইয়ের স্কোর তাড়া করতে নেমে ১২১ রানেই গুটিয়ে যায় দিল্লি। সবার শেষে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই শূন্য রানে বুমরাহর বলে বোল্ড হয়েছেন মোস্তাফিজ। এই হারে এক ম্যাচ বাকি থাকতেই প্লে-অফে খেলার আশা শেষ হয়ে গেল দিল্লির।

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫ দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর