ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছাত্রদলের হল পর্যায়ের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বৃষ্টির মাঝেই শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদল। রাস্তা পুরোপুরি অবরোধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০ টার দিকেই তারা শাহবাগে জড়ো হতে থাকেন। এর আগে বুধবার (২১ মে) রাতে সাম্য হত্যার বিচারের দাবিতে সকাল-সন্ধ্যা শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচির ডাক দেয় ছাত্রদল।
এ সময় তারা ‘আর চাই না, আর চাই না, এনএসআইয়ের প্রক্টর,’ ‘ক্যাম্পাসে লাশ ঝুলে, প্রক্টর কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘বিচার বিচার বিচার চাই ,সাম্য হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদকের নাছির উদ্দিন নাছির রয়েছেন। এ ছাড়াও ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতারা রয়েছেন।