Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় বৃষ্টি, সড়কে যানজট

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১১:৪৩ | আপডেট: ২২ মে ২০২৫ ১৪:০১

যানজট মূল সড়ক ছাড়িয়ে কোনো কোনো অলিগলিতেও পৌঁছে গেছে। ছবি: সারাবাংলা

ঢাকা: সড়কের স্থানে স্থানে আন্দোলন কর্মসূচি চলমান তারমধ্যে নেমেছে বৃষ্টি। সব মিলিয়ে তীব্র হয়েছে রাজধানীর যানজট। সেই যানজট মূল সড়ক ছাড়িয়ে কোনো কোনো অলিগলিতেও পৌঁছে গেছে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কয়েক পশলা বৃষ্টি হয়। বৃষ্টিতে জনজীবনে স্বস্তি এলেও সড়কের যানজট একরকম ভোগান্তিতে ফেলেছে।

বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর প্রবেশপথ যাত্রাবাড়ি, বাণিজ্যিক এলাকা মতিঝিল, গুলিস্তান, পল্টন, ওইদিকে কাকরাইলে বিএনপি নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির কারণে গতকাল বুধবার থেকে ওইদিকের সড়কগুলোতে যান চলাচল ব্যহত হচ্ছে। এদিকে যাত্রাবাড়ি থেকে মানিকনগর, খিলগাও, মৌচাক, মালিবাগ, রামপুরা, বনশ্রী, বাড্ডা, বিশ্বরোড সড়কে সকাল থেকে গাড়ির চাপ ছিলো। যানজটের খবর পাওয়া গেছে মিরপুর সড়কেও।

বিজ্ঞাপন

মতিঝিলে বিকল্প পরিবহনের চালক মুরাদ হোসেন সারাবাংলাকে বলেন, ‘বুধবার জাতীয় প্রেসক্লাব মৎসভবন সড়কে প্রচুর জ্যাম ছিলো। আজও ওই সড়কে জ্যাম লেগে আছে। একে তো বৃষ্টিতে যাত্রি কম তারমধ্যে জ্যাম।’

রিক্সাচালক মুজিবুর রহমান বলেন, ‘গোপীবাগ সড়কের পুরাটা জ্যাম। ৪০ মিনিট লাগলো মতিঝিলে পৌঁছাতে।’

এদিকে বৃষ্টির কারণে পথের মধ্যেই বন্ধ হয়ে গেছে সিএনজি। মতিঝিলে সিএনজি চালক বলেন, বৃষ্টির কারনে ইঞ্জিনে পানি ঢুকে গেছে যে কারনে বন্ধ হয়ে গেছে।

এদিকে সাড়ে ১০টার দিকে ফের ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে পথচারীরা পড়েন বিপদে। মেট্রোরেল থেকে নেমে অনেককেই বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। আবার রিকশায় যুবুথুবু হয়ে ভিজেই কেউ কেউ যাত্রা শুরু করেছেন।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। যে কারণে এই কয়েকদিনও দেশের উপকূলসহ বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রঝড় আবার শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমপি

বৃষ্টি যানজট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর