Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১২:১৫

দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী।

হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় মজলিশপুর এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর এলাকার বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২৬) এবং পিঠুয়া মাঝপাড়া গ্রামের মজু মিয়ার ছেলে ময়নুল করিম ইমন (২৪)।

পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে করে ইজাজুল ইসলাম ও ময়নুল করিম ইমন ওসমানীনগরের গোয়ালাবাজারে মোবাইল ফোন কিনতে যান। সেখানে ইমনের জন্য একটি মোবাইল কিনে দু’জন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের মজলিশপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ড্রাম ট্রাক মোড় নেওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি ট্রাকটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইজাজুল ও ইমন নিহত হন।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জাননা, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমপি

নিহত মোটরসাইকেল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর