Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৪-২৫: যেন ফুটবলের অপূর্ণতা ঘুচানোর মৌসুম

ফাহিম মাশরুর
২২ মে ২০২৫ ১৬:১৯ | আপডেট: ২২ মে ২০২৫ ১৭:৫৮

রবার্ট ব্রুস ছয়বার ব্যর্থ হয়ে সপ্তমবারে গিয়ে সফলতার মুখ দেখেছিলেন। ফুটবলে এমন রবার্ট ব্রুসের সংখ্যা নেহায়েত কম নয়। তবে ইউরোপিয়ান ফুটবলে বহুকাল ধরে ‘ব্রুস’ হয়ে উঠতে পারেনি অনেক ক্লাব ও ফুটবলার। বছরের পর বছর, যুগের পর যুগ, এমনকি ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যের মুখ দেখেনি অনেক ক্লাব। এমন অনেক কান্না এই মৌসুমে রূপান্তরিত হয়েছে আনন্দে। ২০২৪-২৫ মৌসুমকে বলা চলে ফুটবলের অপূর্ণতা ঘুচানোর মৌসুম!

বিজ্ঞাপন

বোলোনিয়ার ৫১ বছরের অপেক্ষার অবসান

মৌসুমের শুরুতে কাগজে কলমে শিরোপা প্রত্যাশীদের তালিকায় ছিল না ক্লাবটি। পুঁচকে বোলোনিয়া কতদূরই আর যেতে পারবে, সবাই হয়তো এমনটাই ভেবেছিলেন। তবে ইতালিয়ান ফুটবলে রূপকথার গল্প লিখে দীর্ঘ ৫১ বছর পর ট্রফি জিতে ইতিহাস গড়ল বোলোনিয়া।

সর্বশেষ ১৯৭৩-৭৪ মৌসুমে ইতালিয়ান কাপের শিরোপা জিতেছিল তারা। এরপর পেরিয়ে গেছে পাঁচ দশক। দীর্ঘ এই সময়ে আর কোনো ট্রফির মুখ দেখেনি বোলোনিয়া। অনেক অপেক্ষার পর অবশেষে শিরোপা জয়ের উল্লাস করতে পেরেছে বোলোনিয়ার সমর্থকরা।

রোমের অলিম্পিক স্টেডিয়ামে ইতালিয়ান কাপের ফাইনালে বোলোনিয়ার প্রতিপক্ষ ছিল শক্তিশালী এসি মিলান। ফেভারিট এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতেছে বোলোনিয়া।

৭০ বছর পর নিউক্যাসেলের কারাবাও কাপ শিরোপা

১৯৫৫ সালে সবশেষ ইংলিশ ফুটবলে শিরোপার স্বাদ পেয়েছিল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব নিউক্যাসেল ইউনাইটেড। এরপর পেরিয়ে গেছে ৭০ বছর। দীর্ঘ এই সময়ে কোনো শিরোপা জয়ের স্বাদ পায়নি নিউক্যাসেল।

২০২৫ সালে এসে ঘুচেছে সেই আক্ষেপ। কারাবাও কাপের ফাইনালে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে দীর্ঘ ৭ দশক পর ট্রফি জয়ের উল্লাসে মেতেছেন নিউক্যাসেলের সমর্থকরা।

শেষ বাঁশি বাজার পর সমর্থক থেকে ফুটবলার, ম্যাগপাইদের চোখে ছিল আনন্দ অশ্রু। এত বছরের অপেক্ষার পর শিরোপা জিতলে এমনটাই তো হয়!

১২০ বছরে ক্রিস্টাল প্যালেসের ‘প্রথম’

১২০ বছরের পেশাদার ফুটবল ইতিহাসে ছিল না কোনো মেজর ট্রফি। ক্রিস্টাল প্যালেসের সর্বোচ্চ সাফল্য ছিল দুইবার এফএ কাপের রানার আপ হওয়া। সেই এফএ কাপ শিরোপা দিয়েই ঘুচল তাদের শত বছরের অপেক্ষা। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জয়ের উল্লাসে মেতেছে ক্রিস্টাল প্যালেস।

বিজ্ঞাপন

১৯৮৯-৯০ ও ২০১৫-১৬ মৌসুমে এফএ কাপে রানার্স আপ হয় প্যালেস। দুইবার মন ভাঙলেও এই এফএ কাপই প্যালেস সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে এই মৌসুমে। ফাইনালে ফেভারিট পেপ গার্দিওলার সিটিকে পেয়েছিল প্যালেস। এবেরেচি এজের একমাত্র গোলে অবিশ্বাস্য এক জয় নিয়ে শিরোপা উঁচিয়ে ধরে ঈগলসরা।

গো অ্যাহেড ঈগলসের ৯৩ বছরের আক্ষেপ দূর হওয়ার মৌসুম

ডাচ ফুটবলের পুঁচকে দল তারা। লিগ কিংবা কাপ, কোনো টুর্নামেন্টেই তেমন একটা পাত্তা পায়না তারা। ৯৩ বছরে কখনোই শিরোপার স্বাদ পায়নি গো অ্যাহেড ঈগলস। সেই ক্লাবই এবার চমক দেখিয়ে জিতে নিল ডাচ ঘরোয়া কাপ শিরোপা।

কাপের ফাইনালে এজে আলকামারের মুখোমুখি হয়েছিল গো অ্যাহেড ঈগলস। ৫৪ মিনিটে ট্রয় প্যারোটের গোলে এগিয়ে যায় এজে আলকামার। ৯৯ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে শিরোপা স্বপ্ন দেখছিলেন তারা। তবে শেষ বাঁশি বাজার ঠিক আগে ম্যাচে সমতা ফেরান ম্যাটস ডেইজেল। ১-১ এ সমতা ফেরায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে ঈগলস কিপার ডি বুসারের দুর্দান্ত দুই সেভে ৪-২ গোলে জয় নিয়ে শিরোপা উল্লাসে মাতে দল। দীর্ঘ ৯ দশক পর প্রথমবার ট্রফি উঁচিয়ে ধরেন ঈগল অধিনায়ক অলিভার অ্যান্টম্যান।

১৫ বছর পর উঠল ‘হ্যারি কেইন’ অভিশাপ

জাতীয় দল কিংবা ক্লাব, দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে কখনোই শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তার। ব্যক্তিগত অনেক সাফল্য থাকলেও ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের ট্রফি জয়ের আক্ষেপটা যেন কিছুতেই যাচ্ছিল না। মিডিয়াপাড়াতে প্রায়ই বলা হতো, নিশ্চয়ই কোনো ‘অভিশাপ’ আছে কেইনের ওপর!

টটেনহামে দীর্ঘদিন থাকার পর শিরোপার আশায় বায়ার্ন মিউনিখে পাড়ি জমালেও ট্রফি জেতা হয়নি কেইনের। গত মৌসুমে দীর্ঘ এক যুগ পর লিগ শিরোপা হাতছাড়া করে বায়ার্ন। শিরোপা হাতছাড়া হওয়ার আক্ষেপ নিয়েই মৌসুম শেষ করেন কেইন।

অবশেষে এই মৌসুমে এসে নিজের ক্যারিয়ারের প্রথম শিরোপার দেখা পান কেইন। লেভারকুসেনকে পেছনে ফেলে বুন্দেসলিগা শিরোপা জেতে বায়ার্ন। আর এতেই ১৫ বছরের অপেক্ষার অবসান হয় কেইনের।

টটেনহামের ইউরোপা জয়

দীর্ঘ ১৭ বছর ছুঁয়ে দেখা হয়নি শিরোপা। টটেনহাম হটস্পার যেন ট্রফি জয়ের আনন্দটা ভুলতেই বসেছিল। অবশেষে কাটল সেই শিরোপা খরা। ইউরোপা লিগের ফাইনালে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো ইউরোপা লিগ জয়ের স্বাদ পেল টটেনহাম।

১৯৭২ ও ১৯৮৪ সালের পর  এবার আবারও ইউরোপা লিগ জিতল টটেনহাম। টুর্নামেন্টের ইতিহাসে এটাই দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড। এর আগে সর্বশেষ ২০০৮ সালে লিগ জিতেছিল ক্লাবটি।

সারাবাংলা/এফএম/জেটি

অপূর্ণতা ঘুচানোর মৌসুম ক্রিস্টাল প্যালেস গো এহেড ঈগলস টটেনহাম নিউক্যাসেল ইউনাইটেড ফুটবল বোলোনিয়া হ্যারি কেইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর