Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৩:১৩

ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন।

পাবনা: বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস-এর সদস্যরা চার দফা দাবিতে পাবনায় মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (২২ মে) সকালে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলার শাখার আয়োজনে পাবনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।

বক্তাদের চার দফা দাবিগুলো হলো- সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা। ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা। মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া এবং প্রতিস্থাপন করা। ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা। এই চারটি দাবি মানে না হলে জেলা শহরের সকল ঔষধের দোকান ধর্মঘট ও হরতাল কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলার শাখার (বিসিডিএস) সভাপতি এফএম হুমায়ুন কবির খোকন, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রশিদ খান পিন্টু, সহ-সভাপতি তারেক ইবনে আনসার।

সারাবাংলা/এনজে

ঔষধ ব্যবসায়ী দাবি মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর