ঢাকা: সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, সাম্য হত্যার বিচারে এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি প্রশাসন। দৃশ্যমান পদক্ষেপ নিলে আজ শাহবাগে আসতাম না।
বৃহস্পতিবার (২২ মে) শাহবাগ অবরোধ করে সাম্য হত্যার দাবি করেন ছাত্রদলের এই নেতা। এই সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন।
সাহস বলেন, প্রশাসনের যদি দৃশ্যমান পদক্ষেপ দেখতাম তাহলে আমরা আজ শাহবাগে আসতাম না। কোন দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাই নি বলেই আজকে আমরা শাহবাগ আসছি।বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই হত্যার দ্বায় তারা কখনো এড়াতে পারে নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো আসল খুনি ধরতে পারে নি। আমরা চাই অতি দ্রুত আসল খুনির বিচার নিশ্চিত করা হোক।
তিনি আরও বলেন, সাম্য শুধু একজন ছাত্রদল কর্মী না, তিনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। এখানে দলীয় পরিচয় না, একজন শিক্ষার্থীর ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা এসেছি। এখানে অনেকেই তাদের নিজস্ব ব্যানারে এসেছে। এখানে শুধু ছাত্রদলের কর্মীই নয়, সাধারণ শিক্ষার্থীরাও রয়েছে।
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরও অন্তবর্তী সরকার ক্ষমতায় এসে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমার ভাই সাম্য হত্যার ন্যায়বিচার এখন পর্যন্ত তারা করতে পারে নি। তাই আজকে এই ধরণের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি আমরা। যতক্ষণ পর্যন্ত আমাদের ভাই ও জুলাই অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা সাম্যের হত্যার ন্যায়বিচার না করা হচ্ছে, অপরাধীদের বিচারের আওতায় না আনা হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবেই।
বৃহস্পতিবার (২২ মে ) সকাল থেকে শাহবাগ মোড়ে ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করছে। অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয় ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত আছেন।
এ সময় আন্দোলনকারীরা ‘আমার ভাই সাম্য , ন্যায় বিচার কাম্য’,’যদি করো তাল বাহানা , ঘেরাও হবে যমুনা’, ‘ঝড় বৃষ্টি আঁধার রাতে, ছাত্রদল রাজপথে’,’We want justice’,’আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি স্লোগান দেন।