Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. জুবাইদা রহমানের পরবর্তী আপিল শুনানি ২৬ মে

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৩:৩২ | আপডেট: ২২ মে ২০২৫ ১৪:৪৯

ডা. জুবাইদা রহমান।

ঢাকা: দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের সাজার বিরুদ্ধে করা আপিলের পরবর্তী শুনানি আগামী ২৬ দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে শুনানি করেন আইনজীবী মো. জাকির হোসেন ভূঁইয়া। সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল ও রুহুল কুদ্দুস কাজল।

এর আগে, ১৪ মে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের মামলায় একই বেঞ্চে জামিন পান ডা. জুবাইদা রহমান। এর আগের দিন তিন বছরের কারাদণ্ডের আপিলের জন্য তাকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট।

২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

২০২৪ সালের ৫ আগস্টের পর আপিলের শর্তে জুবাইদা রহমানের সাজা স্থগিত করে সরকার। ১৭ বছর পর ৬ মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন তিনি।

উল্লেখ্য, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

সারাবাংলা/আরএম/এনজে

ডা. জুবাইদা রহমান পরবর্তী আপিল