Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারপতি দিলীরুজ্জামানকে অপসারণ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৩:৫৬ | আপডেট: ২২ মে ২০২৫ ১৬:৫৩

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) এ তথ্য জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। এর আগে, বুধবার (২১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে অপসারণ করা হয় বলে আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) মোতাবেক বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করেছেন।

ফ্যাসিস্টের দোসর হিসেবে বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ২০ অক্টোবর থেকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়। এর মধ্যে দিলীরুজ্জামান ছিলেন একজন।

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি নেয়া খোন্দকার দিলীরুজ্জামানকে ২০১৮ সালের ৩০ মে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ হাইকোর্ট বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এর দুই বছর পর তিনি স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় সরকারের গঠন করা বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রধান ছিলেন এই বিচারপতি। ঘটনা তদন্তে রংপুরও সফর করেছিলেন তিনি।

সারাবাংলা/আরএম/এনজে

অপসারণ বিচারপতি দিলীরুজ্জামান