Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতের পুশইন, শিশুসহ আটক ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৪:১৭ | আপডেট: ২২ মে ২০২৫ ১৪:২০

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে পুশইন করেছে ভারত। পুশইনের শিকার শিশুসহ ১১ জনকে আটকের পর স্থানীয় বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। আটকদের মধ্যে চারটি শিশু ও সাতজন নারী রয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির ধবলসতি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন।

বিজিবি জানিয়েছে, বুধবার (২১ মে) রাত সাড়ে ১টার দিকে তাদের আটকের পর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ভারতীয় কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ ও ভারতীয় পুলিশ। আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয়রা জানায়, গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে পুশইন হয়ে দেশে ঢোকার পর তারা হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন। তবে স্থানীয় নতুন বাজারে পৌঁছলে বাজারের লোকজনের সন্দেহ হলে তাদের আটকে পর জিজ্ঞাসাবাদ করলে ভারত থেকে পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন। এ সময় কয়েকজন পালাতে সক্ষম হন। পরে বিজিবি এসে ওই ১১ জনকে নিয়ে যায়।

আটকদের বরাতে স্থানীয়রা দাবি করেন, শুধু ১১ জন নয় গতরাতে দুই দফায় বেশ কয়েক জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে।

এদিকে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, গভীররাতে বিজিবির সদস্যরা চার শিশুসহ সাতজন নারীকে থানায় দিয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রত্রিয়াধীন।

সারাবাংলা/এমপি

আটক ভারতের পুশইন শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর