ঢাকা: হত্যাসহ দুই মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ মে) মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহম্মদ আব্দুন নূর এ আদেশ দেন।
এদিন সকাল সাড়ে ৮টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে মমতাজকে আদালতে আনে পুলিশ। এ সময় তার পরনে বুলেটপ্রুফ জ্যাকেট আর মাথায় হেলমেট পরা ছিল। তবে পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টুনী উপেক্ষায় সাবেক এই এমপিকে ডিম আর জুতা ছুড়ে মারেন উৎসুক জনতা।
আদালত সূত্র জানায়, সিঙ্গাইর থানার একটি হত্যা মামলায় মমতাজের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া হরিরামপুর থানার হামলা, মারধর ও বসতবাড়ি ভাঙচুরের মামলায় আরও দুদিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক।
এর আগে, রাজধানীর মিরপুরে সাগর হত্যা মামলায় মমতাজকে চারদিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়।