ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশিয়ার বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বুধবার (২১ মে) ইসরায়েলি হামলার মুখে পড়েন যখন তারা অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণে যান। ফিলিস্তিন কর্তৃপক্ষ ও একাধিক দেশ এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, প্রতিনিধিদলটি পূর্বনির্ধারিত পথ থেকে সরে গিয়ে একটি অননুমোদিত এলাকায় প্রবেশ করায় তাদের সরিয়ে দিতে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। তবে কেউ আহত হননি।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, পশ্চিম তীরের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কমান্ডার সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন এবং প্রাথমিক তদন্তের ফলাফল তাদের জানানো হবে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কূটনীতিকরা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ গুলির শব্দে দলটি নিরাপত্তার জন্য ছুটে যায়।
ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানানো হয়েছে, যা একটি অনুমোদিত কূটনৈতিক মিশনকে উদ্দেশ্য করে সরাসরি গুলি চালানোর মাধ্যমে সংঘটিত হয়েছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছেন এবং এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।
ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাইজা কাল্লাস বলেন, ‘সতর্কতামূলক গুলিও অগ্রহণযোগ্য।’
জর্ডান ও সৌদি আরবসহ আরব দেশগুলোও কূটনৈতিক মিশনের ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।