চট্টগ্রাম ব্যুরো: ৩১ মে’র মধ্যে ঈদুল আজহার বেতন-বোনাস দাবি করেছে ‘জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম’। এ বিষয়ে ব্যবস্থা নিতে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের হস্তক্ষেপ চেয়েছেন সংগঠনটির নেতারা।
বৃহস্পতিবার (২২ মে) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে হাফিজ জুট মিল গেইটে এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়েছে।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, ‘জাহাজভাঙা শ্রমিকরা খুবই ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। ঈদুল আজহার আগে সকল শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধের জন্য আমরা জাহাজভাঙা কারখানার মালিকপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। শ্রম বিধিমালার আলোকে শ্রমিকদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা দিতে হবে। এর সঙ্গে মে মাসের বেতন ৩১ মে-র মধ্যে পরিশোধের দাবি জানাই।’
তারা আরও বলেন, ‘জাহাজভাঙা শ্রমিকদের যে মজুরি দেওয়া হয়, সেটা দিয়ে বর্তমানে জীবনযাপন খুবই কঠিন। ২০১৮ সালে ঘোষিত নিম্নতম মজুরি এখনও বাস্তবায়িত হয়নি। ইতোমধ্যে ছয় বছর পার হয়ে যাওয়ায় শ্রম আইন অনুযায়ী নতুন মজুরি বোর্ড গঠন করা সময়ের দাবি। অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন করে মাসিক ৩০ হাজার টাকা নূন্যতম মজুরি ঘোষণার দাবি জানাই।’
জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক তপন দত্তের সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, বাংলাদেশ মেটাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. আলী, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. ইদ্রিছ, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দিন এবং বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের মাহবুব ভান্ডারী।