Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিতর্কিত বিষয় এড়িয়ে চলার আহ্বান জানালেন জামায়াত আমিরের

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৫:৪৮ | আপডেট: ২২ মে ২০২৫ ১৬:৫২

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্ট।

পোস্টে তিনি লেখেন, ‘জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না। বর্তমানে নির্বাচন, মানবিক করিডোর, বন্দর এবং সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ইস্যু নিয়ে চলছে যুক্তি ও পালটা যুক্তির লড়াই।

সারাবাংলা/এফএন/এনজে

জামায়াত আমির পোস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর