Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তা থেকে সরতে নেতাকর্মীদের অনুরোধ ফখরুলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৫:৪৯ | আপডেট: ২২ মে ২০২৫ ১৬:৫৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: উচ্চ আাদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আশা করা যায় যে সরকারের সুমতি হবে। তারা ইশরাককে শপথ দেওয়ার ব্যবস্থা নেবেন। তিনি এখন আর সড়ক অবরোধ না করে জনগণের স্বস্তির জন্য নেতাকর্মীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) উচ্চ আদালতে রায় ঘোষণার পর থাইল্যান্ডের ব্যাংক থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণমাধ্যমের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘‘যেটা হওয়া উচিত আইনের প্রতি সন্মান দেখিয়ে উচ্চ আদালত সেই ধরনের রায় তারা দিয়েছেন। এই রায়ে জনগণের বিজয় হয়েছে। এটাতে নিসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে। মেয়র নির্বাচনের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জবরদস্তি জোর করে ফলাফল কেড়ে নিয়েছিল। কিন্ত, জনতার মেয়র হিসেবে ঢাকাবাসী ইশরাককে মেয়র ঘোষণা করেছিল।”

ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘‘আমি আশা করব যে, মন্ত্রণালয়ে আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতি সহজ করে তোলবার চেষ্টা করবেন।’’

তিনি বলেন, ‘‘আমরা আবারও বলছি, বর্তমানে যে রাজনৈতিক সংকট এই সংকট দূর করবার একটিমাত্র পথ তা হচ্ছে, অতি দ্রুত নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে লাভ নেই। কারণ, সংস্কারের যে বিষয়টা আছে সেটা চলমান প্রক্রিয়া। এটাও প্রোপজ করবে যারা জাতীয় ঐক্যমত্য কমিশনে আছে তারা। অতি দ্রুত যেগুলোতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে সেগুলো তারা ঘোষণা করবেন এবং সেবব বিষয়ে ঐক্যমত্য করে সনদ তৈরি করবেন।’’

বিজ্ঞাপন

‘‘সুতরাং এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা কিংবা এটা নিয়ে টানাহেচড়া করা পরিস্থিতিকে জটিল করে তুলবে। সেই কারণে জনগণের প্রত্যাশা যে, অতিদ্রুত একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং চলমান যে সংস্কার প্রস্তাবগুলো যেগুলোতে ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়ন করবেন। আর যেসব সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হবে না সেগুলো সনদের ভেতরে নিয়ে চলমান প্রক্রিয়া হিসেবে রাখবেন”- বলেন মির্জা ফখরুল।

সারাবাংলা/এজেড/এসআর

জনগণের বিজয় ফখরুল ইসলাম বিএনপি

বিজ্ঞাপন

আড়ং'এ কাজের সুযোগ
২২ মে ২০২৫ ১৯:১২

আরো

সম্পর্কিত খবর