ঢাকা: বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে আমরণ অনশন কর্মসূচি চলমান থাকবে।
বৃহস্পতিবার (২২ মে) গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ইউজিসি ভবনে টানা ২৫ ঘণ্টা ধরে অনশন কর্মসূচি পালন করছেন, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আশা উপদেষ্টা পরিষদের সভায় বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব উঠবে। সেইসঙ্গে সভায় ইতিবাচক সিদ্ধান্ত এলে তারা আন্দোলন স্থগিত করবেন বলে জানান শিক্ষার্থীরা।
এর আগে, জানা গেছে, বুধবার (২১ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে অনড় রয়েছেন। অনশন চলাকালীন রাতে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি ফের আন্দোলনস্থলে ফিরেছেন।
বর্তমানে ১১ জন শিক্ষার্থী অনশনে রয়েছেন বলে জানান আন্দোলনকারীরা। তারা আশা করেছেন, আজকের কেবিনেট সভায় তাদের দাবির প্রতি সরকার সদয় হবে এবং দ্রুততম সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেবে। অন্যথায় তারা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি গাজীপুর জেলার কালিয়াকৈরে অবস্থিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’ নামটি পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ নামে গেজেট প্রকাশ করে সরকার। গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেটে বাংলাদেশ শব্দটি বাদ দিয়ে গাজীপুর যুক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীরা ও শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। গেজেট প্রকাশের পরদিন ১৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।