Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত রাস্তা না ছাড়ার নির্দেশ ইশরাকের

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৬:১৬ | আপডেট: ২২ মে ২০২৫ ১৭:৫৮

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

ঢাকা: অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগের না হওয়া পর্যন্ত রাস্তা না ছেড়ে নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেন তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘আন্দোলনকারী ভাইদের বলবো এইসব মূলা দিয়ে গাধা বস করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদদতাগের খবর না আশা পর্যন্ত চলেছে লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।’

বিএনপি নেতা ইশরাক হোসেনের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি থেকে।

এদিকে, ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে মেয়র হিসেবে শপথ নিতে ইশরাকের আর কোনো বাধা থাকল না।

তবে আদালতের রায় ইশরাকের পক্ষে গেলেও এখনো রাজপথ ছাড়েনি বিএনপির নেতাকর্মীরা। কাকরাইল ও মৎস ভবন মোড়ে অবস্থান নিয়ে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। সেইসঙ্গে রাস্তা না ছাড়ার নির্দেশনা আসলো ইশরাকের পক্ষ থেকে।

সারাবাংলা/এমএইচ/এইচআই

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইশরাক বিএনপি মাহফুজ আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর