Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিএফআইয়ের সাবেক ডিজিসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৬:৫১ | আপডেট: ২২ মে ২০২৫ ১৭:৫৭

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) শেখ মামুন খালেদ

ঢাকা: ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) শেখ মামুন খালেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নিষেধাজ্ঞা পাওয়া বাকিরা হলেন- শেখ মামুনের স্ত্রী নিগার সুলতানা, কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়েরের ভায়রা ভাই খন্দকার আবুল কাইয়ুম।

আবেদনে বলা হয়, শেখ মামুনের বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তিনি ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পালাতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন নিষেধাজ্ঞা প্রয়োজন।

আবু সাঈদ মো. মুস্তাক ও খন্দকার আবুল কাইয়ুমের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়েরের বিরুদ্ধে ঘুষগ্রহণ, চাকরি প্রদানে ক্ষমতার অপব্যবহার এবং কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে সম্পদ ক্রয় ও অর্থ পাচারের বিষয়েও অনুসন্ধান চলছে। তাই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি।

সারাবাংলা/আরএম/এসআর

ডিজিএফআই দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ডিজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর