Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমলো

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৬:৫১

ব্রডব্যান্ড ইন্টারনেট। ছবি: সংগৃহীত

ঢাকা: গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমিয়েছে সরকার। ‘এক দেশ, এক রেট’ আইএসপিদের জন্য নতুন ট্যারিফ ঘোষণা করা হয়েছে। ফলে এখন ৫ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট সারাদেশের গ্রাহকরা পাবেন মাত্র ৪০০ টাকায়। আগে সমমূল্যের এই ইন্টারনেটের দাম ছিল ৫০০ টাকা।

গত ১৮ মে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন এই ট্যারিফ ঘোষণা করে। নতুন ট্যারিফ অনুযায়ী, ৫ এমবিপিএস ৪০০ টাকা, ১০ এমবিপিএস ৭০০ টাকা ও ২০ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকরা পাবেন ১১০০ টাকায়।

বিজ্ঞাপন

ইন্টারনেট সেবাদাতদের সংগঠন আইএসপিএবিএর তথ্যমতে, বর্তমানে ৫ এমবিপিএস ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৮০০ টাকা ও ২০ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকরা পাবেন ১২০০ টাকা নির্ধারিত রয়েছে।

তবে আইএসপিএবির নেতারা বলছে, সরকার নতুন যে ট্যারিফ নির্ধারণ করেছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা ক্ষেত্র বিশেষে এরচেয়ে কম দামে ইন্টারনেট সেবা দিয়ে আসছে। একইসঙ্গে সরকার আইআইজির জন্যেও নতুন ট্যারিফ নির্ধারণ করেছে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

ইন্টারনেট কমলো দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর