Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডি’র আবেদন বাতিলের ইস্যুতে ইসির নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৭:০৮ | আপডেট: ২২ মে ২০২৫ ১৭:১১

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন বাতিল না করার নির্দেশ দিয়েছেন। এরইমধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এমন নির্দেশনা পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সংস্থাটির এনআইডি অনুবিভাগের পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ বিষয়ে বলেন, মাঠ কর্মকর্তাদের কাজের গতি আনতে আমরা ক্ষমতা ভাগ করে দিয়েছি। কে কাজ করছেন, আর কে করছেন না, তা দেখার জন্য মনিটরিংও করা হচ্ছে।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, নাগরিক সেবা সহজ ও গতিশীল করার লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ক, খ, গ ক্যাটাগরিতে বিভাজনের মাধ্যমে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (আদর্শ পরিচালন পদ্ধতি) অনুসরণ করে নিষ্পত্তি করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষমতায়ন করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত বিভিন্ন সভার সিদ্ধান্ত এবং পরিপত্রে স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও পাঠ পর্যায়ে ক, খ, ও গ ক্যাটাগরির আবেদনের নিষ্পত্তির হার কাঙ্ক্ষিত পর্যায়ে না পৌঁছানোয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অসন্তোষ প্রকাশ করেছে।

এছাড়া অনেক আবেদন দীর্ঘদিন যাবৎ অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এমনকি আবেদনের শ্রেণি বিভাজন না করেও রেখে দেওয়া হয়েছে। এতে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। এমতাবস্থায়, নিষ্পত্তিকারী কর্মকর্তাদের ১০টি অঞ্চল থেকে ক্যাটাগরি বিভাজন বা অ্যাসাইন হওয়ার পর নিষ্পত্তিকারী কর্মকর্তাদের শুধু তার আওতাভুক্ত আবেদন নিষ্পত্তি (অনুমোদন/আংশিক অনুমোদন/বাতিল) করা; দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার আওতাভুক্ত আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে অপারগ হলে আবেদন সংশ্লিষ্ট সকল কার্যক্রম (যথাযথ দলিলাদি সংযোজন ও যাচাই এবং তদন্ত/শুনানি গ্রহণ) সম্পন্ন করে পরবর্তী ধাপে প্রেরণ করা; মাঠ পর্যায়ে তদন্ত না হলে অথবা যুক্তিসংগত কারণ ছাড়া কোনো আবেদন বাতিল না করা।

বিজ্ঞাপন

এছাড়া কোনো আবেদন বাতিলের ক্ষেত্রে সকল প্রক্রিয়া অনুসরণ করা; সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা; জাতীয় পরিচয়পত্র ও সংরক্ষিত তথ্য-উপাত্ত (সংশোধন, যাচাই এবং সরবরাহ) প্রবিধানমালা, ২০১৪-তে উল্লেখিত সময়সীমার মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা মেনে চলতে হবে।

জানা গেছে, মাঠপর্যায়ে বর্তমানে প্রায় চার লাখ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় আছে। এগুলো জুন মাসের মধ্যে শেষ করতে চায় কমিশন।

‎সারাবাংলা/এনএল/এনজে

আবেদন বাতিলের ইস্যু ইসি এনআইডি

বিজ্ঞাপন

আড়ং'এ কাজের সুযোগ
২২ মে ২০২৫ ১৯:১২

আরো

সম্পর্কিত খবর