খাগড়াছড়ি: ১৬ দিনের ব্যবধানে ফের খাগড়াছড়ির রামগড় সীমানা দিয়ে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে নারী শিশুসহ পাঁচজনকে বাংলাদশে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২২ মে) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের হেফাজত নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রামগড় বিজিবি জোন থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমত জাহান তুহিন বিষয়টি নিশ্চিত কর বলেন, ‘পুশ ইন হয়ে আসা পাঁচজনকে বিজিবি ও পুলিশ হেফাজতে রাখা হয়ছে।’
প্রাথমিকভাবে পুশ ইন হয়ে আসা ব্যক্তিদর পরিচয় জানা না গেলেও সবাই একই পরিবারের বলে দাবি করা হচ্ছে।
স্থানীয়রা জানান, রামগড় ও সাব্রুম আন্তর্জাতিক সীমানার বাংলাদেশ অংশের কাজীরচর এলাকা দিয়ে পুশ ইন এর ঘটনা ঘটে। এ সময় ফেনী নদীতে ঠেলে দেওয়ার সময় ৫ জনের শরীরে প্লাস্টিক মুড়িয়ে দেওয়া হয় বলে অভিযাগ করেন প্রত্যক্ষদর্শী ও পুশ ইন হয়ে আসা ব্যক্তিরা। অমানবিক ভাবে নদীতে ঠেলে দেওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
পুশ ইন হয় আসা উমেদ আলী বলেন, ‘স্ত্রী ও তিন মেয়ে নিয়ে ভারতের হরিয়ানায় দিন মজুরর কাজ করতেন। চলতি মাসের শুরুর দিক রাতের আঁধারে তাদের বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়। এর পর বুধবার (২১ মে) রাতে তাদের বাংলাদশে পুশ ইন করা হয়।’
তিনি অভিযোগ করে জানান, তাদের কাছে থাকা ভারতীয় রুপি, মোবাইল ও নথিপত্রি জব্দ করা হয়।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে খাগড়াছড়ির পানছড়ি এবং মাটিরাঙ্গা উপজলার তিন সীমানা দিয়ে ৮০ ব্যক্তিকে পুশ ইন করানো হয়।