Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৮:০৫ | আপডেট: ২২ মে ২০২৫ ১৮:৪৩

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর বংশাল থানার শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যা মামলায় দুদিনের রিমান্ড শেষে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে, ১৪ মে জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

গত ১২ এপ্রিল একই মামলায় তার পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তাপস চন্দ্র পণ্ডিত। ওই দিন শুনানির জন্য ১৪ মে ধার্য করেন আদালত। গত ১ অক্টোবর জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট একটি মিছিলে অংশ নেন জুনায়েদ। ওইদিন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায় ছাত্র-জনতার ওপর আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালান। তাদের ছোড়া বুলেটে জুনায়েদ গুলিবিদ্ধ হন। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর বংশাল থানায় একটি হত্যা মামলা হয়।

সারাবাংলা/আরএম/এমপি

বৈষম্যবিরোধী আন্দোলন সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর