Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক মন্ত্রী আমুর খালাতো ভাই গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৮:১৭ | আপডেট: ২২ মে ২০২৫ ২০:৩০

আওয়ামী লীগের সাবেক নেতা ডা. খন্দকার রাহাত হোসেন গ্রেফতার।

ঢাকা: সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই ও আওয়ামী লীগ নেতা ডা. খন্দকার রাহাত হোসেনকে (৫৭) সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে উত্তরা এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার ডা. খন্দকার রাহাত হোসেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই এবং শেখ হাসিনাসহ শেখ পরিবারের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। খন্দকার রাহাত হোসেনের বিরুদ্ধে রামপুরা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে।

গ্রেফতারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/এমপি

গ্রেফতার সাবেক মন্ত্রী আমির হোসেন আমু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর