Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারের দ্বিচারিতা রাজনীতিতে অস্থিরতা তৈরি করছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৮:৩৭ | আপডেট: ২২ মে ২০২৫ ১৮:৩৯

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

ঢাকা: সরকারের দ্বিচারিতা রাজনীতিতে অস্থিরতা তৈরি করেছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

সৈয়দ রেজাউল করীম বলেন, ‘স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে সরকারকে স্পষ্ট অবস্থান জানাতে হবে। কোনো সিটি করপোরেশনে পতিত স্বৈরাচারের অন্যায়ের শিকার প্রার্থীকে মেয়র ঘোষণা করা হচ্ছে, কোনো সিটিতে আবার মেয়র ঘোষণা করে শপথ পড়ানো হচ্ছে না, আবার বরিশাল সিটিতে মামলাই আমলে নেওয়া হচ্ছে না। এ ধরনের দ্বিচারিতা রাজনীতিতে অস্থিরতা তৈরি করেছে। এর চেয়ে দ্রুততার সঙ্গে স্থানীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আগামী শীতের শুরুতেই স্থানীয় নির্বাচন আয়োজন করুন। সিটি করপোরেশেনের মেয়র ইস্যুতে গণঅভ্যুত্থান পরবর্তী পারস্পরিক বোঝাপড়ার রাজনীতিকে মাঠের পরস্পরবিরোধী রাজনীতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটা সংস্কার ও নতুন বাংলাদেশ নির্মাণের পথে অন্তরায় হয়ে দেখা দেবে।’

মানবিক করিডর নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বিষয়ে পানি এতো ঘোলা হওয়ার আগেই ব্যাখ্যা তুলে ধরা যেত। তথাপিও করিডর বা চ্যানেল নিয়ে জনাব খলিলুর রহমানের ব্যাখ্যা ও বর্ণনার ওপরে আমরা আস্থা রাখতে চাই।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সৈয়দ রেজাউল করীম বলেন, ‘চট্রগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া, নারী সংস্কার কমিশনের প্রস্তাবের মতো বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে সংস্কারের কাজে গতি আনুন। রাজনীতিতে উত্তাপ তৈরি হয় এমন বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিন। কারণ, যেকোনো মূল্যেই সংস্কারের কাজ সম্পন্ন করতেই হবে। তাতেই আগামীর বাংলাদেশ নির্মাণের পথ সুগম হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এইচআই

ইসলামী আন্দোলন টপ নিউজ সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর