Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রানী এলিজাবেথের ব্যবহৃত কোচ এখন সৈয়দপুর রেলওয়ে জাদুঘরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ০৮:০৩

সৈয়দপুর রেলওয়ে কারখানা

নীলফামারী: শতাব্দী পেরিয়ে আসা রেল ঐতিহ্যের জীবন্ত নিদর্শন নিয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার অন্দরে গড়ে তোলা হয়েছে এক অনন্য সংগ্রহশালা। ইতিহাস আর প্রযুক্তির মেলবন্ধনে গড়া এই জাদুঘর যেন আমাদের ফিরিয়ে নিয়ে যায় ব্রিটিশ আমলের রেল যুগে। এখানে প্রদর্শিত হচ্ছে বিলুপ্তপ্রায় স্টিম লোকোমোটিভ, ব্রডগেজ, মিটারগেজ ও ন্যারোগেজ ইঞ্জিন, পুরোনো রেল প্রযুক্তির যন্ত্রাংশসহ অসংখ্য ঐতিহাসিক উপকরণ।

বিজ্ঞাপন

এই সংগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক অসাধারণ আকর্ষণ—ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ব্যবহৃত বিলাসবহুল প্রেসিডেন্সি কোচ। ১৯২৭ সালে লন্ডনে নির্মিত এই কাঠের কোচে ছিল সে সময়ের আধুনিকতম সকল সুযোগ-সুবিধা। এতে ছিল শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, গরম পানির বাথটাবসহ রাজকীয় আরাম-আয়েশের সব আয়োজন। রানী এলিজাবেথের পর এই কোচটি ব্যবহার করেছেন পাকিস্তান আমলের গভর্নর এবং স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতিরাও।

ক্যারেজ শপের ইনচার্জ মোমিনুল ইসলাম বলেন, “কোচটির প্রতিটি অংশে ইতিহাস জড়িয়ে আছে। এমন দুর্লভ নিদর্শন আমাদের ঐতিহ্যের গৌরব বহন করে চলেছে।”

জাদুঘরে প্রবেশ করলেই চোখে পড়ে নানা আকৃতির ও প্রকারের রেল ইঞ্জিন। কোনটি কয়লা চালিত স্টিম ইঞ্জিন, আবার কোনটি ডিজেলচালিত—সবকটিই যেন রেল প্রযুক্তির বিবর্তনের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে।

জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, “এই অঞ্চলটি রেলওয়ে যোগাযোগে কতটা সমৃদ্ধ ছিলো তা নতুন প্রজন্ম সহজেই জানতে পারবে। এই জাদুঘর হবে তাদের শেখার এক অপার ক্ষেত্র।”

তবে সৈয়দপুর রেলওয়ে কারখানাটি একটি কেপিআই (Key Point Installation) এলাকা হওয়ায় সাধারণ দর্শনার্থীদের জন্য এই সংগ্রহশালা এখনো উন্মুক্ত নয়। কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সূফী নুর মোহাম্মদ জানিয়েছেন, অচিরেই কেপিআই এলাকার বাইরে একটি উন্মুক্ত রেল জাদুঘর নির্মাণ করা হবে, যেখানে স্থানীয় জনগণ থেকে শুরু করে দেশি-বিদেশি পর্যটকরাও সহজেই ঘুরে দেখতে পারবেন দেশের রেল ইতিহাসের অমূল্য এই ধনভাণ্ডার।

রেলপথের অতীত গৌরব ও সমৃদ্ধ ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সৈয়দপুর রেলওয়ে কারখানার এই জাদুঘর হয়ে উঠতে পারে রেলপ্রেমী ও ইতিহাসানুরাগীদের অন্যতম গন্তব্য।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

জাদুঘর নীলফামারী রানী এলিজাবেথ সংগ্রহশালা সৈয়দপুর রেলওয়ে জাদুঘর