খুলনা: খুলনায় নিলু বেগম (৫৬) নামের এক নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা রাতের আঁধারে তাকে কুপিয়ে হত্যা করে ঘরের মালামাল লুট করেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মহানগরীর টুটপাড়া এলাকার দারোগার বস্তির পাশে একতলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নারীর
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বাড়িতে নিলু বেগম একাই থাকতেন। মোটা অংকের টাকা রয়েছে বলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।