Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে কৃষক দল নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ২০:৫১ | আপডেট: ২২ মে ২০২৫ ২৩:২৯

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

যশোর: যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে কৃষক দল নেতা তরিকুল ইসলাম নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার মশিয়াটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের বাসিন্দা। তিনি পৌর কৃষক দলের সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানায়, বিকেলে একটি ঘের সংক্রান্ত বিরোধের জেরে সালিশ বৈঠকে অংশ নিতে তিনি মশিয়াটি গ্রামে যান। সালিশের একপর্যায়ে বাকবিতণ্ডা বাঁধে। এ সময় কৃষক দল নেতাকে প্রথমে কুপিয়ে ও পরে গুলি চালায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ কাজ করছে। অপরাধীদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।

সারাবাংলা/এইচআই

কৃষক দল খুন টপ নিউজ দুর্বৃত্ত দুর্বৃত্তদের গুলি যশোর হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর