ঢাকা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস. এম. এ. ফায়েজ নাম পরিবর্তনের দায়িত্ব নেওয়ায় আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’র শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় ইউজিসি এর চেয়ারম্যান অধ্যাপক এস. এম. এ. ফায়েজ, সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজিমউদ্দিন খান এবং বিশ্ববিদ্যালয়টির ভিসি ড. মোহাম্মদ আবু ইউসুফ শিক্ষার্থীদের অনশন ভাঙান। পরে শিক্ষার্থীরা ইউজিসি ত্যাগ করেন।
শিক্ষার্থীরা জানান, ইউজিসির চেয়ারম্যান নাম পরিবর্তনের দায়িত্ব নিয়েছেন। তার আশ্বাসেই তারা অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন।
ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ইউজিসির চেয়ারম্যান, সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজিমউদ্দিন খান এবং ডিজিটাল ইউনিভার্সিটির ভিসি শিক্ষার্থীদের জুস ও পানি দিয়ে অনশন ভাঙান।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ইউজিসি’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৯ মে) গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসযোগে ইউজিসি কার্যালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সেখানেই তারা টানা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে বুধবার (২১ মে) ইউজিসি প্রাঙ্গণে শুরু হয় অনশন, যা প্রায় ৩২ ঘণ্টা পর ভাঙেন তারা।
জানা গেছে, আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের নামের জন্য চারটি নাম প্রস্তাব করেছেন। এগুলো হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড টেকনোলজি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি। এর মধ্যে থেকে যেকোনো একটি নাম নির্ধারণ করার দাবি তাদের।
উল্লেখ্য, সম্প্রতি, গাজীপুর জেলার কালিয়াকৈরে অবস্থিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’ নামটি পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ নামে গেজেট প্রকাশ করে সরকার। গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেটে ‘বাংলাদেশ’ শব্দটি বাদ দিয়ে ‘গাজীপুর’ যুক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীরা ও শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। গেজেট প্রকাশের পরদিন ১৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।