Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপদেষ্টা পরিষদের বৈঠক
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের পুনর্বাসন অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ২১:৫১

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ২৯তম বৈঠক। ছবি: পিআইডি

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সেইসঙ্গে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ ( সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায়ও নীতিগত অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়। এদিন বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রীসংক্রান্ত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্বারকে সইসহ মোট পাঁচ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্পূরক বিষয়-১ আলোচ্যসূচিতে সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু সুপারিশসমূহের বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক উপস্থাপিত সংস্কার কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়নযোগ্য কি না, বাস্তবায়নযোগ্য হলে বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা এবং বাস্তবায়নের প্রভাব/সংশ্লেষের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ দফাওয়ারী সুচিন্তিত মতামত মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে উপদেষ্টা পরিষদ-বৈঠকে উপস্থাপন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে।

সম্পূরক বিষয়-২ এ বলা হয় ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন। সেখানে আরও বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। সম্পূরক বিষয় তিন-এ ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এছাড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে বৈঠকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

অধ্যাদেশ আহতদের পুনর্বাসন চূড়ান্ত অনুমোদন জুলাই গণঅভ্যুত্থান শহিদ পরিবার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর