নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মো. মোস্তাকিন (১৭) নামের এক কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও দুই-তিন জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করা হয়।
অভিযুক্ত কিশোর মো. মোস্তাকিন দুর্গাপুর উপজেলার নগুয়া গ্রামের মো. ইদ্রিছ আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত এক বছর যাবত কিশোর মোস্তাকিন কিশোরীকে প্রেমের প্রস্তাব দেওয়াসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছে। মঙ্গলবার (২০ মে) পরীক্ষা দিয়ে কিশোরী মায়ের সঙ্গে বাড়ি ফেরার সময় মোস্তাকিনসহ আরও অজ্ঞাত দুই-তিন জন পথ আটকিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করে। এ সময় প্রতিবাদ করলে অভিযুক্ত কিশোর মা-মেয়েকে আহত ও শ্লীলতাহানি করে ।
দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, শ্লীলতাহানির ঘটনায় কিশোরীর মা মামলা করেছেন। অভিযুক্তকে ধরতে পুলিশের চেষ্টা চলছে।