Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টিভি, ক্যাবল অপারেটর ও আইএসপি শিল্পের আরও আধুনিকায়ন প্রয়োজন’

সিনিয়র করেসপন্ডেন্ট 
২২ মে ২০২৫ ২২:৪৭ | আপডেট: ২৩ মে ২০২৫ ০০:২৩

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটকো কোষাধ্যক্ষ জহির উদ্দিন মাহমুদ মামুন।

ঢাকা: ‘দেশের টেলিভিশন চ্যানেল, ক্যাবল অপারেটর ও আইএসপি শিল্প একে অপরের পরিপূরক। এর কোনো একটি মরে গেলে অন্যটিও বেঁচে থাকবে না। ফলে এই শিল্পের উন্নয়নে যুগপৎ পরিকল্পনা প্রয়োজন। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে দেশের টেলিভিশন চ্যানেল, ক্যাবল অপারেটর ও আইএসপি শিল্পে আরও প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে। এ খাতের ক্যাবল অপারেটরদের আধুনিকায়নে বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন, সরকারের সেদিকে মনযোগ দেওয়া প্রয়োজন।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আইসিবিসি এক্সপো ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) কোষাধ্যক্ষ জহির উদ্দিন মাহমুদ মামুন, কোয়াবের সভাপতি এ বি এম সাইফুল হোসাইন সোহেল, সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল ও মেলার আহ্বায়ক নিজাম উদ্দিন মাসুদ।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত তিন দিনের এই মেলা চলবে শনিবার (২৪ মে) পর্যন্ত। মেলায় বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, টেলিকম প্রতিষ্ঠান, টেলিভিশন চ্যানেল, ব্রডকাস্টার ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৯৬টি স্টল রয়েছে। ৬২টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে। দেশের বাইরে চীন, ভারত ও ভিয়েতনামের প্রতিষ্ঠানেরও স্টল রয়েছে এই মেলায়। সকাল ১০ টায় শুরু হওয়া এই মেলা রাত ৮টা পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, ‘দেশে হেলদি মিডিয়া ও ব্রডকাস্ট ইন্ডাস্ট্রি প্রয়োজন। আমাদের হাই কোয়ালিটির কন্টেন্ট দরকার।’

তিনি বলেন, ‘এই মেলার মধ্য দিয়ে এই শিল্পের সবাই এখানে একত্রিত হয়েছেন। টিভি চ্যানেলের কন্টেন্ট ক্যাবল অপারেটর ও আইএসপিএবি গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে। ফলে এ খাতের উন্নয়নে সকল স্টেকহোল্ডারকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের টিভি স্টেশনগুলো টেকসই শিল্পে পরিণত না হলে এ খাত টিকবে না ‘

বিজ্ঞাপন

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) কোষাধ্যক্ষ জহির উদ্দিন মাহমুদ মামুন বলেন, ‘এই মেলা আয়োজনের মধ্য দিয়ে আমরা একটি স্বপ্নের বাস্তবায়ন দেখলাম। এ খাতের প্রযুক্তি কতোদূর এগিয়ে গেছে, ঢাকায় বসে তা দেখতে পেলাম। দেশের সকল টিভি চ্যানেলের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘দেশের টিভি চ্যানেলগুলোকে প্রযুক্তিতে আরও উন্নত ও গুণগত হতে হবে। কোয়াব ও টিভি চ্যানেলগুলোকে আধুনিকায়ন করতে হবে। আর আধুনিকায়নের মাধ্যমেই দেশের টেলিভিশন ইন্ড্রাস্ট্রি আরও বড় একটি ইন্ডাস্ট্রিতে পরিণত হবে, সেটিই আমাদের প্রত্যাশা।’

কোয়াব সভাপতি সাইফুল হোসেন সোহেল বলেন, ‘ক্যাবল অপারেটররা খুব ভলো নেই। আমরা ক্রান্তিকালে অপেক্ষা করছি। শুধুমাত্র বিজ্ঞাপনের ওপর নির্ভর করে দেশীয় চ্যানেলগুলো এগিয়ে যেতে পারবে না। টিভি চ্যানেল টিকে না থাকলে আমরাও টিকে থাকতে পারবো না। তাই এ খাতের সমস্যা সমাধান এখন সময়ের দাবি। এই খাতকে টিকিয়ে রাখতে যুগপৎভাবে সমস্যা সমাধান এগিয়ে আসতে হবে। এর প্রতিটি ক্ষেত্রে বিনিয়োগ প্রয়োজন।’

কোয়াবের সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের মেলা হয়। কিন্তু আমাদের দেশে হতো না। ১৬ বছর পর আমরা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি আসার পর আন্তর্জাতিক মানের এ মেলা আয়োজন করতে পেরেছি। আজ একই ছাতার নিচে আইএসপি ও ক্যাবল অপারেটর সবাই একত্রিত হয়েছি। প্রতিবছর এ ধরনের অ্যাক্সিবিশন করার আশা রয়েছে আমাদের।’

মেলায় অন্যান্য প্রতিষ্ঠানের মতো দেশের শীর্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন লিমিটেড এর স্টলে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্যাকেজের তথ্য তুলে ধরা হচ্ছে। প্রতিষ্ঠানটি ঈদ উপলক্ষ্যে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে ২০ শতাংশ ছাড় দিচ্ছে। এ ছাড়া এককালীন ৬ মাসের আগাম বিল পরিশোধ করে সংযোগ নিলে পরবর্তী অর্থাৎ সপ্তম মাসে বিল দিতে হবে না, এমন অফারও দেওয়া হচ্ছে। তবে এ সুযোগ পেতে হলে মেলায় প্রতিষ্ঠানটির স্টলে এসে রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া আইসিসি কমিউনিকেশন লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান ‘আয়না স্কোপ’ তাদের বিভিন্ন তথ্য তুলে ধরছে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

আইএসপি আইসিবিসি এক্সপো ২০২৫ মেলা ক্যাবল অপারেটর

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর