Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ১৬ টন সরকারি চাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ২২:৩৭

জব্দকৃত চাল

নাটোর: নাটোরের সিংড়ায় খাদ্য অধিদফতর লেখাযুক্ত বস্তায় ১৬ টন ২১০ কেজি চাল জব্দ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২২ মে) রাতে জব্দকৃত চাল সিংড়া থানা হেফাজতে রেখেছে সেনাবাহিনী। এর আগে বুধবার (২১ মে) রাতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

সূত্রে জানা যায়, বুধবার রাতে সিংড়া বাজার থেকে মেসার্স রাজু এন্টারপ্রাইজের মালিক রেজাউল করিম রাজু দুটি ট্রাকে করে চাল অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। এ সময় সেনাবাহিনী চালগুলো জব্দ করে।

বিজ্ঞাপন

রেজাউল করিম রাজু বলেন, সরকারি বিভিন্ন বরাদ্দকৃত কাবিখাসহ মেম্বার ও চেয়ারম্যানদের কাছে থেকে তিনি এসব চাল কিনে নাটোরে বিক্রি করেন। গত ২ ফেব্রুয়ারি উপসচিব মো. গোলাম রব্বানী সই এক প্রজ্ঞাপনে বলা আছে, কাবিখার মাটির কাজের প্রকল্পের ক্ষেত্রে ৮০ শতাংশ পর্যন্ত খাদ্যশস্যের বিক্রয়লব্ধ অর্থ বা নগদ অর্থ ব্যয় করা যাবে। অতএব জব্দকৃত চাল বৈধ।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, জব্দকৃত চাল সেনাবাহিনী থানা হেফাজতে রেখে গেছেন। তারা বিষয়টি তদন্ত করছেন।

সারাবাংলা/এসআর

চাল জব্দ নাটোর সরকারি চাল

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর