Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিসির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে ২০ শতাংশ ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট 
২২ মে ২০২৫ ২৩:১৯ | আপডেট: ২৩ মে ২০২৫ ০০:২৩

আইসিসি’র স্টলে প্রতিষ্ঠানটির সিওও অবসরপ্রাপ্ত লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন সহ অন্যান্যরা।

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের শীর্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন লিমিটেড তাদের ব্রডব্যান্ড ইন্টারনেটের নতুন সংযোগে ২০ শতাংশ ছাড় দিচ্ছে। এ ছাড়া এককালীন ৬ মাসের আগাম বিল পরিশোধ করে সংযোগ নিলে পরবর্তী অর্থাৎ সপ্তম মাসে বিল দিতে হবে না, এমন অফারও দিচ্ছে প্রতিষ্ঠানটি। তবে এই সুযোগ পাবেন রাজধানীর আইসিসিবিতে শুরু হওয়া আইসিবিসি এক্সপোতে আইসিসির স্টলে রেজিস্ট্রেশনকৃত গ্রাহকরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া তিন দিনব্যাপী আইসিবিসি এক্সপোতে প্রতিষ্ঠানটির স্টল ঘুরে এমন তথ্য জানা গেছে। একইসঙ্গে মেলায় আইসিসি কমিউনিকেশন লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান ‘আয়না স্কোপ’ তাদের বিভিন্ন তথ্য তুলে ধরছে।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত তিন দিনের এই মেলা চলবে শনিবার (২৪ মে) পর্যন্ত। মেলায় বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, টেলিকম প্রতিষ্ঠান, টেলিভিশন চ্যানেল, ব্রডকাস্টার ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৯৬টি স্টল রয়েছে। ৬২টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে। দেশের বাইরে চীন, ভারত ও ভিয়েতনামের প্রতিষ্ঠানেরও স্টল রয়েছে এই মেলায়। সকাল ১০ টায় শুরু হওয়া এই মেলা রাত ৮টা পর্যন্ত চলবে।

মেলা ঘুরে একাধিক টিভি চ্যানেল ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের স্টল দেখা গেছে, যারা তাদের সর্বশেষ প্রযুক্তি ও গ্রাহকবান্ধব বিভিন্ন প্যাকেজের তথ্য তুলে ধরছে।

এমনই একটি প্রতিষ্ঠান দেশের শীর্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন লিমিটেড। প্রতিষ্ঠানটির স্টলে তাদের বিভিন্ন প্যাকেজের তথ্য তুলে ধরা হচ্ছে। ঈদ উপলক্ষ্যে আইসিসি কমিউনিকেশন সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে ২০ শতাংশ ছাড় দিচ্ছে। এ ছাড়া এককালীন ৬ মাসের আগাম বিল পরিশোধ করে সংযোগ নিলে পরবর্তী অর্থাৎ সপ্তম মাসে বিল দিতে হবে না, এমন অফারও দেওয়া হচ্ছে।

একইসঙ্গে প্রতিষ্ঠানটি আইপি নম্বর ও ফ্রি টকটাইমসহ ২০ এমবিপিএস প্যাকেজের মূল্য রাখছে মাত্র ৬০০ টাকা। যেখানে সরকার নির্ধারিত এই প্যাকেজের মূল্য ১১০০ টাকা। ২৫ এমবিপিএস প্যাকেজের মাসিক মূল্য ৭০০ টাকা, ৩০ এমবিপিএস প্যাকেজের মূল্য ৮০০ টাকা ও ৪০ এমবিপিএস প্যাকেজের মূল্য ১০০০ টাকা। প্রতিষ্ঠানটির ৫০ এমবিপিএস ১২০০ টাকা, ৬০ এমবিপিএস ১৫০০ টাকা, ৭০ এমবিপিএস ২ হাজার টাকা ও ৮০ এমবিপিএস প্যাকেজের মাসিক মূল্য ২ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞাপন

আইসিবিসি এক্সপো মেলায় আইসিসি’র স্টল ঘুরে দেখছেন অনেকে।

স্টলে কথা হলে আইসিসি কমিউনিকেশন লিমিটেড এর ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) সৈয়দ আশফাক জামান সারাবাংলাকে বলেন, ‘ঈদ উপলক্ষ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে আমরা দুই ধরনের অফার দিচ্ছি, মেলায় আগত দর্শনার্থীদের কাছে সে তুলে ধরা হচ্ছে। আইসিসির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নিলে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। একসঙ্গে ৬ মাসের বিল পরিশোধ করলে কানেকটিভিটি চার্জের অর্থ বেঁচে যাবে গ্রাহকদের। মেলায় আসা দর্শনার্থী ও গ্রাহকরা আইসিসি কমিনিকেশন এর ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নেওয়ার প্রতি আগ্রহ দেখাচ্ছেন।’

এ ছাড়াও মেলায় আইসিসি কমিউনিকেশন লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান ‘আয়না স্কোপ’ তাদের বিভিন্ন তথ্য তুলে ধরছে। প্রতিষ্ঠানটির সিটিও তানজিন রহমান তনু সারাবাংলাকে বলেন, ‘আইএসপি ও ক্যাবল টিভি ইন্ডাস্ট্রির জন্য খুব স্বল্পমূল্যে ওটিটি ডিস্ট্রিবিউশন ও আইপি টিভি ডেপলয়ে করে গ্রাহক পর্যায়ে পৌঁছানো যায় তার একটি টেকনোলজি নিয়ে এসেছি আমরা। এটি নিয়ে আমরা গত দুই বছর কঠোর পরিশ্রম করেছি। এটি নিয়ে আমরা আরএনডি করেছি, খুব ভালো রেসপন্স পেয়েছি; বিশেষত আইএসপি মার্কেট থেকে। এই প্ল্যাটফর্মটি আইএসপিরা তাদের গ্রাহকের কাছে খুব স্বল্প মূল্যে পৌঁছে দিতে পারবে।’

এদিকে, বৃহস্পতিবার (২২ মে) বিকেলে আইসিবিসি এক্সপো ২০২৫ এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) কোষাধ্যক্ষ জহির উদ্দিন মাহমুদ মামুন, কোয়াবের সভাপতি এ বি এম সাইফুল হোসাইন সোহেল, সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল, মেলার আহ্বায়ক নিজাম উদ্দিন মাসুদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দেশের টেলিভিশন চ্যানেল, ক্যাবল অপারেটর ও আইএসপি শিল্প একে অপরের পরিপূরক। এর কোনো একটি মরে গেলে অন্যটিও বেঁচে থাকবে না। ফলে এই শিল্পের উন্নয়নে যুগপৎ পরিকল্পনা প্রয়োজন। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে দেশের টেলিভিশন চ্যানেল, ক্যাবল অপারেটর ও আইএসপি শিল্পে আরও প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে। এ খাতের ক্যাবল অপারেটরদের আধুনিকায়নে বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন, সরকারের সেদিকে মনযোগ দেওয়া প্রয়োজন।’

সারাবাংলা/ইএইচটি/এইচআই

আইসিবিসি এক্সপো আইসিসি আইসিসি কমিউনিকেশন ব্রডব্যান্ড ইন্টারনেট মেলা

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর