ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে গেল ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর প্রাণরক্ষায় বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেন রাজনৈতিক ব্যক্তিসহ ৬২৬ জন। এর মধ্যে ৫৭৮ জনের নাম-পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর।
বৃহস্পতিবার (২২ মে) রাতে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি।
প্রকাশিত তালিকায় ২৪ জন রাজনৈতিক ব্যক্তি, পাঁচজন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা-সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ১২ জন, স্ত্রী-শিশুসহ ৫১ জন পরিবার পরিজন ৬২৬ জন রয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ওই সময় শুধুমাত্র মানবিক দায়বদ্ধতার কারণে আইনবহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই ছিল মুখ্য উদ্দেশ্য। পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে তাদের বেশিরভাগই এক-দুদিনের মধ্যে সেনানিবাস ত্যাগ করেন। এর মধ্যে মামলার ভিত্তিতে পাঁচজনকে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, ১৮ আগস্ট এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছিল, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন নাগরিক সেনানিবাসে আশ্রয় চেয়েছেন। উদ্ভুত আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয়প্রার্থীদের পরিচয় যাচাই-বাছাই করার চেয়ে তাদের জীবন রক্ষা করা প্রাধান্য পেয়েছিল।