Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসিফ-মাহফুজকে পদত্যাগের কথা বললেন নুর

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ২৩:৪০

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

ঢাকা: ন্যূনতম নৈতিকতা আর দেশপ্রেম থাকলে দল গঠনের পরপরই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম সরকার থেকে পদত্যাগ করতেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (২২ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

নুর বলেন, ‘আসিফ-মাহফুজদের ক্ষমতার মোহ আর লোভ না থেকে ন্যূনতম নৈতিকতা আর দেশপ্রেম থাকলে দল গঠনের পরপরই তারা সরকার থেকে পদত্যাগ করতো। যা হতে পারতো এক নতুন দৃষ্টান্ত। কিন্তু তারা করেনি।’

তিনি আরও বলেন, ‘এমনকি সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে আসিফ-মাহফুজদের পদত্যাগের দাবি জানানো হলেও তারা পূর্বের নির্লজ্জ-বেহায়া রাজনীতিবিদদের মতই চেয়ার ধরে রাখলেন।’

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘এই বয়সেই যদি ক্ষমতা দখল ও ভোগে এত কূটকৌশলের আশ্রয় নিতে পারে, ভবিষ্যতে এরা কী করবে?’

সারাবাংলা/এফএন/এইচআই

আসিফ-মাহফুজ গণঅধিকার পরিষদ নুরুল হক পদত্যাগ

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর