Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ২৩:৪৮

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন রুহুল আলম সিদ্দিকী। ছবি: সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে ছুটিতে পাঠানো হয়েছে। একইসঙ্গে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন রুহুল আলম সিদ্দিকী।

বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আবুল হাসান মৃধার সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, জসীম উদ্দিনের ছুটিতে যাওয়া সাপেক্ষে রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দৈনন্দিন কার্য সম্পাদন করবেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের কর্মকর্তা রুহুল আলম সিদ্দিকী আগামী জুনের ২০ তারিখে অবসরে যাওয়ার কথা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্রসচিব করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেজন্য সরকার মাসখানেকের মধ্যে তাকে বর্তমান দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফেরার নির্দেশনা দিয়েছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী