চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরিত্যক্ত জাহাজের কালো তেলের ডিপোতে কাজ করার সময় অসুস্থ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিন শ্রমিক গুরুতর অসুস্থ হন।
বৃহস্পতিবার (২২ মে) রাত ৯টার দিকে উপজেলার ফৌজদারহাট আবাসিক এলাকায় ‘জামাল কোম্পানির কালো তেলের ডিপোতে’ এ ঘটনা ঘটে। মৃত শ্রমিকের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে বয়স আনুমানিক ৩৮ বছর বলে জানা গেছে।
অসুস্থ অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজন হলেন- মীর আহমদ (২৮) ও মোস্তফা কামাল (৩৫)। আনুমানিক ৪০ বছর বয়সী অপর পুরুষ শ্রমিকের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
ঘটনাস্থলে যাওয়া সীতাকুণ্ড ফায়ার স্টেশনের কর্মকর্তা আল আমিন সারাবাংলাকে বলেন, ‘প্রায় ২০ ফুট গভীর একটি ট্যাঙ্ক। সেখানে জাহাজভাঙা কারখানা থেকে পোড়া, কালো তেল এনে জমা করা হয়। ট্যাঙ্কের নিচের দিকে তেল ছিল। ওপরের কিছু অংশ খালি ছিল।’
‘ট্যাঙ্কের ভেতরে পরিষ্কার করার জন্য হতে পারে কিংবা অন্য কাজে প্রথমে একজন শ্রমিক নামেন। পোড়া তেলের ঝাঁঝালো গন্ধ এবং অক্সিজেন স্বল্পতার কারণে তিনি অজ্ঞান হয়ে তেলের মধ্যে পড়ে যান। তাকে উদ্ধারের জন্য গিয়ে একে একে আরও তিন শ্রমিক অজ্ঞান হয়ে তেলের ভেতর পড়ে যান।’
আল আমিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে গিয়ে ট্যাঙ্কে রক্ষিত তেলের ভেতর থেকে চার শ্রমিককে উদ্ধার করেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে বলেন, ‘অজ্ঞান অবস্থায় চার শ্রমিককে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। তিনজন চিকিৎসাধীন আছেন।’