Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই ঐক্যের সমাবেশ
আসিফ নজরুল-আলী ইমাম মজুমদারের অপসারণ দাবি

ঢাবি করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ০০:০৯

রাজু ভাস্কর্যে জুলাই ঐক্যের সমাবেশ। ছবি: সংগৃহীত

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল এবং আলী ইমাম মজুমদারকে ‘ভারতের চর’ আখ্যা দিয়ে অপসারণের দাবি জানিয়েছে জুলাই ঐক্য নামে একটি প্লাটফর্ম।

শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‘জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ফাটল তৈরি এবং ভারতীয় আগ্রাসনের রুখতে’ আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

দাবি তুলে ধরে জুলাই ঐক্যের সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী বলেন, ‘আমাদের দাবি তিনটি। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জাতীয় নাগরিক পার্টি এনসিপিসহ যারা জুলাই বিপ্লবকে নিজেদের ব্যবসার হাতিয়ার বানানোর চেষ্টা করেছে, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। না হয় আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব। তারা বিএনপি, জামায়াত, এবি পার্টি এমনকি জুলাই ঐক্য জোটের মধ্যেও ফাটল ধরানোর চেষ্টা করছে।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘মাহফুজ আলম এবং ভাই-ভ্রাদার কোরাম বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়ন করছে। তাদের অপসারণ করুন।’ তিনি আরও বলেন, ‘সচিবালয়, গণমাধ্যম, প্রশাসনসহ সকল জায়গা থেকে ভারতীয় দোসরদের অপসারণ করতে হবে। বিশেষ করে উপদেষ্টা পরিষদে আসিফ নজরুল এবং আলী ইমাম মজুমদার ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। তাদেরকে অপসারণ করতে হবে।’

মোসাদ্দেক বলেন, ‘১৬ দিন হয়ে গেলেও জুলাইয়ের ঘোষণাপত্রের কোনো আভাস দেখছি না। অতিদ্রুত জুলাই ঘোষণাপত্র প্রদান করে তা সংবিধানে অন্তর্ভুক্ত করুন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ভারতীয় আধিপত্যবাদের দোসররা চক্রান্ত করছে।’ তারা দেশকে আধিপত্যবাদের হাতে তুলে দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

সমাবেশে আরও বক্তব্য দেন আপ বাংলাদেশের আব্দল্লাহ আল মিনহাজ, জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী প্রমুখ।

সারাবাংলা/কেকে/পিটিএম

অপসারণ দাবি আলী ইমাম মজুমদার আসিফ নজরুল টপ নিউজ

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর