Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ সিটির নির্বাচনের শিডিউল ঘোষণা করতে সরকারকে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ০০:১৩

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আগামী সাত দিনের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের শিডিউল ঘোষণার জন্য সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের কর্মী হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।

এর আগে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেন আদালত। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করেন।

সারাবাংলা/এফএন/এইচআই

আইনি নোটিশ উত্তর সিটি করপোরেশন দক্ষিণ সিটি করপোরেশন সিটির নির্বাচন