Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ০০:২৭ | আপডেট: ২৩ মে ২০২৫ ০৯:৫৪

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে।

বৃহস্পতিবার (২২ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে বলেন, ‘BAL, North & Delhi জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে। You’re not one of them—just co-opted temporarily.’

তিনি বলেন, ‘আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস, গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আরকি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য।’

এদিকে, হঠাৎ করে গুঞ্জন ওঠে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন। এমন খবরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করতে অনুরোধ জানান।

বিজ্ঞাপন

এছাড়া, রাতে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্ট ও পরবর্তী সময়ে সেনানিবাসে মোট ৬২৬ জনকে আশ্রয় দেওয়া হয়। আশ্রয় দেওয়া মানুষদের মধ্যে ৫৭৮ জনের নাম প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমির জোটবদ্ধ টপ নিউজ স্থানীয় সরকার উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর