Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টাকে চিঠি
বাংলাদেশে দ্রুত নির্বাচন চান অস্ট্রেলিয়ার ৪১সিনেটর-এমপি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ০১:৫০

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, জুলাই বিপ্লবের বিচার ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্তির দাবি জানিয়ে অস্ট্রেলিয়ার ৪১ সিনেটর ও এমপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন।

মেইলটি গত ২১ মে পাঠানো হলেও গণমাধ্যমের কাছে তথ্যটি আসে ২২ মে রাতে। ই-মেইলে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানা গেছে। চিঠিতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে একটি স্বচ্ছ ও সময়ভিত্তিক নির্বাচনি রোডম্যাপ ঘোষণার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা বলেন, ‘গত বছর জুলাই বিপ্লবে বাংলাদেশের জনগণের দেখানো সাহসিকতা এবং সাহসকে স্বীকৃতি জানাই। এটি আপনার প্রশাসনকে গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার সমুন্নত রাখার এবং শাসনব্যবস্থার ওপর জনসাধারণের আস্থা পুনর্নির্মাণের একটি ঐতিহাসিক সুযোগ দিয়েছে।’

সিনেটর ও এমপিরা বলেন, ‘জুলাই বিপ্লবের সময় হতাহত মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, কয়েক হাজার মানুষ নিহত এবং আহত হয়েছেন।’ এই সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত এবং বিচারের দাবি জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ান পার্লামেন্টের যেসব সিনেটর ও এমপি চিঠিতে সই করেছেন তারা হলেন- সিনেটর লারিসা ওয়াটার্স, সিনেটর ডেভিড শোব্রিজ, সিনেটর জর্ডন স্টিল-জন, সিনেটর ফাতিমা পেম্যান, সিনেটর লিডিয়া থর্প, সিনেটর পেনি অলম্যান-পেইন, সিনেটর মেহরিন ফারুকি, সিনেটর স্টেফ হজগিন্স-মে, সিনেটর বারবারা পোকক, সিনেটর পিটার হুইশ-উইলসন, সিনেটর, ডোরিন্ডা কক্স, সিনেটর নিক ম্যাককিম, সিনেটর সারা হ্যানসন-ইয়ং, এলিজাবেথ ওয়াটসন-ব্রাউন এমপি, অ্যাবিগেল বয়েড (এনএসডব্লিউ এমএলসি), আমান্ডা কোহন, ক্যাথরিন কোপসি, (এমএলসি), সু হিগিনসন (এনএসডব্লিউ এমএলসি), কেট ফেহরম্যান (এনএসডব্লিউ এমএলসি), আনাসিনা গ্রে-বারবেরিও (এমএলসি), আইভ পুগলিয়েলি (এমএলসি), ড. সারাহ ম্যানসফিল্ড (এমএলসি), ব্র্যাড পেটিট (এমএলসি), জেনি লিওং (এনএসডব্লিউ এমপি), তামারা স্মিথ (এনএসডব্লিউ এমপি), কোবি শেট্টি, (এনএসডব্লিউ এমপি), টিম রিড এমপি, এলেন স্যান্ডেল এমপি, মাইকেল বার্কম্যান এমপি, গ্যাব্রিয়েল ডি ভিয়েট্রি এমপি, ড. রোজালি উডরাফ এমপি, তাবাথা ব্যাজার এমপি, সিসিলি রোজল এমপি, ক্যাসি ও’কনর এমএলসি, ভিকা বেইলি এমপি, হেলেন বার্নেট এমপি, শেন র‌্যাটেনবারি এমএলএ, অ্যান্ড্রু ব্র্যাডক এমএলএ, জো ক্লে এমএলএ, লরা নাটাল এমএলএ, রবার্ট সিমস এমএলসি ও ড. মাইক ফ্রিল্যান্ডার এমপি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/পিটিএম

৪১সিনেটর-এমপি অস্ট্রেলিয়া চিঠি ড. মুহাম্মদ ইউনূস দ্রুত নির্বাচন প্রধান উপদেষ্টা বাংলাদেশ

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর