Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর প্রতি ঐক্যের আহ্বান হাসনাতের

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ০২:৫৩

এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। ২২ মে রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

হাসনাত লিখেন, ‘জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির প্রতি আহ্বান— যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল, সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন দেশবিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিজ্ঞাপন

তিনি সতর্ক করেন লিখেন, “আওয়ামী ফ্যাসিবাদের পতনে দেশে-বিদেশে অনেকেই নাখোশ হয়ে আছে এবং এই ‘নাখোশ’ চক্র বর্তমান অস্থির পরিস্থিতির সুযোগ নিচ্ছে। আমরা সবাই এক হয়েছিলাম বলেই দীর্ঘ দেড় যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে তছনছ করতে পেরেছিলাম।”

হাসনাত আবদুল্লাহর মতে, খণ্ড-বিখণ্ড হলে ফ্যাসিবাদ ও তার দেশি-বিদেশি দোসরেরা তাদের হীন চক্রান্তে সফল হতে পারে। তাই দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকেই নতুন করে ঐক্য গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি।

তার বক্তব্যে উঠে আসে, ‘কোন ব্যাক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য এই ঐক্য নয়, বরং আমাদের দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।’

ফেসবুকে প্রকাশিত তার এই স্ট্যাটাসটি এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম

এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর