Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদবাগান করার আহ্বান নারায়ণগঞ্জ ডিসির

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৯:২৮ | আপডেট: ২৩ মে ২০২৫ ০৩:৩২

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ছবি: সংগৃহীত

ঢাকা: ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদবাগান করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বৃহস্পতিবার (২২ মে) নারায়ণগঞ্জ কলেজ কৃষি ক্লাব আয়োজিত বৃক্ষরোপণ ও ছাদবাগান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

দেশের জনগণকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘১৮ কোটি জনগণের ৩৬ কোটি হাতই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই বিশাল মানব সম্পদকে দক্ষভাবে কাজে লাগাতে পারলেই বাংলাদেশ হবে আরও সমৃদ্ধ ও সুন্দর।’

বিজ্ঞাপন

বৃক্ষরোপণ ও ছাদবাগান কর্মসূচির উদ্বোধন শেষে তিনি কলেজ প্রাঙ্গণে একটি ফলজ গাছ রোপণ করেন। পরে তিনি ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। জেলা প্রশাসক তরুণ সমাজকে দেশের উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।

নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা মূল প্রবন্ধ পাঠ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. শহীদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামানসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।

সারাবাংলা/ইউজ/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর