Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিভিশন চেয়ে জামায়াত নেতা সাঈদীর রিট খারিজ


২৮ জুন ২০১৮ ১৪:২৩ | আপডেট: ২৮ জুন ২০১৮ ১৪:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিভিশন চেয়ে জামায়াত নেতা সাঈদীর রিট খারিজ করেছেন আদালত

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর কারাগারে ডিভিশন চেয়ে করা রিট খারিজ করেছেন আদালত।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপাতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২৮ জুন) রিট খারিজ করে আদেশ দেন।

সাঈদীর পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটোর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ২৪ জুন কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে রিট করেন সাঈদী। বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দি আছেন তিনি।

বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করলে ২০১৪ সালে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন।

তবে আপিলের রায় পুর্বিবেচনা চেয়ে রাষ্ট্রপক্ষ ও সাঈদী আবেদন করলে ২০১৭ সালে সাঈদীর আমৃত্যু কারাদণ্ডই বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগ।

সারাবাংলা/এজেডকে/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

দেলাওয়ার হোসাইন সাঈদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর