Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জগন্নাথপুরে ছাত্রলীগ নেতা জুয়েল গ্রেফতার

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ০৮:৩৫

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হোসেন গ্রেফতার।

সুনামগঞ্জ: জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হোসেনকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার (২১ মে) রাতে জগন্নাথপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

জুয়েল জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার মৃত আফিস উদ্দিনের ছেলে। সে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, তিনি নাশকতা মামলার এজাহারনামীয় ২৫ নম্বর আসামি।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

ছাত্রলীগ নেতা গ্রেফতার

বিজ্ঞাপন

‘সময় এখন ভালো যাচ্ছে না’
৮ জুলাই ২০২৫ ২১:১৮

আরো

সম্পর্কিত খবর