গ্রুপ পর্বের চতুর্থ স্থানে প্লে-অফ নিশ্চিত করেছিলেন তারা। পিএসএলের প্রথম এলিমিনেটরে সাকিব আল হাসানের দল লাহোর কালান্দার্সের প্রতিপক্ষ ছিল করাচি কিংস। এই ম্যাচে সাকিবের দারুণ বোলিংয়ের সুবাদে করাচিকে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফের দ্বিতীয় রাউন্ডে পা রাখল লাহোর।
বোলিং নিষেধাজ্ঞার কারণে প্রায় ৬ মাস মাঠের বাইরে থাকার পর এবারের পিএসএল দিয়ে খেলায় ফিরেছিলেন সাকিব। লাহোরের হয়ে গত ম্যাচে কোনো উইকেট পাননি সাকিব।
করাচির বিপক্ষে ৭ম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। ওই ওভারে মাত্র ৪ রান দেন তিনি। ওভারের শেষ বলে জেমস ভিন্সকে ফিরিয়ে ১৭৫ দিন পর উইকেটের দেখা পেয়েছেন সাকিব। তবে দারুণ এক ওভারের পর ম্যাচের বাকি সময়ে সাকিবের হাতে আর বল দেওয়া হয়নি। করাচি দাঁড় করায় ১৯০ রানের স্কোর।
সেই স্কোর তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় লাহোর। এই জয়ে দ্বিতীয় এলিমিনেটরে পৌঁছে গেলেন তারা। আজ ফাইনালে ওঠার লড়াইয়ে লাহোরের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। প্রথম কোয়ালিফায়ার জিতে আগেই ফাইনালে পৌঁছে গেছে কোয়েটা গ্ল্যাডিয়েটরস।
আগামী ২৫ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে এবারের আসরের ফাইনাল।